You have reached your daily news limit

Please log in to continue


টুইটারে মাস্কের কর্মী ছাঁটাইয়ের দায়ভার নিলেন ডরসি

ইলন মাস্কের মালিকানায় টুইটারে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের বিপরীতে প্রতিক্রিয়া জানিয়েছেন প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি। বলছেন, এর দাও তার।

তার ভাষ্যমতে, ‘সবার এমন পরিস্থিতির পেছনে’ দায়ী তিনি নিজেই। পাশাপাশি, কোম্পানিটির আকার ‘একটু বেশিই দ্রুত’ বড় করে ফেলেছেন তিনি।

শুক্রবার টুইটারের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন মাস্ক, এর প্রভাব পড়েছে কোম্পানির সবগুলো বিভাগের ওপর।

“টুইটারের এখনকার বা আগের কর্মীরা দাঁত কামড়ে থাকা স্বভাবের এবং একইসঙ্গে প্রাণশক্তিতে ভরপুর। পরিস্থিতি যতোই বাজে হোক না কেন, তারা কোনো পথ খুঁজে বের করবেই।” --লিখেছেন ডরসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন