কোনো সিমই বিক্রি করতে পারবে না গ্রামীণফোন
সমকাল
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২, ২০:৩২
গ্রামীণফোনকে পুরোনো সিম (৪৫০ দিনের বেশি সময় ধরে অব্যবহৃত) বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে, প্রতিষ্ঠানটি এখন থেকে নতুন-পুরোনো কোনো সিমই আর বিক্রি করতে পারবে না।
রোববার বিটিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
এর আগে, কল ড্রপ ও নিম্নমানের সেবার কারণে গত ৩০ জুন গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি অপারেটরটি পুরনো সিম বিক্রির অনুমতি পায়, যা আবার বন্ধ হয়ে গেল।