বই উৎসব: রীতি ধরে রাখতে ছাপানোর 'পরিকল্পনায়’ বদল আসছে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২, ০৯:০৩

বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক তুলে দেওয়ার এক দশকের রীতিতে ছেদ পড়ছে ছাপানোর জটিলতায়; যে কারণে আগামীর ‘বই উৎসব’ ঠিক সময়ে করতে ছাপা কার্যক্রমের সূচি বদলের চিন্তাভাবনা শুরু হয়েছে।


করোনাভাইরাস মহামারী আর যুদ্ধের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এবারও পহেলা জানুয়ারিতে চার কোটির বেশি শিক্ষার্থীদের বই দেওয়া নিয়ে চাপে থাকা সরকার বছরের শেষ দিকে এসে ছাপা কার্যক্রম চালানোর চলমান ধারা থেকে সরে আসতে চাইছে।


টানা দুই বছর এ রীতিতে ছেদ পড়ার পর ২০২৩ সালেও এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিকের ৩৫ কোটি বই ছাপানোর কার্যক্রম শুরু হয়েছে অক্টোবরের শেষ দিকে। প্রকাশকরা বলছেন নানা সংকটের কথা।


এমন প্রেক্ষাপটে আগামীতে বছরের শুরুর দিকেই বিশাল এ কর্মযজ্ঞে নামার পরিকল্পনা চলছে জানিয়ে পাঠ্যবই প্রণয়ন ও ছাপানোর তদারকির দায়িত্বে থাকা সরকারের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সংকট নিরসনে তাদের আলোচনায় ঘুরেফিরে এ প্রস্তাব আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও