You have reached your daily news limit

Please log in to continue


মালয়েশিয়ার সাধারণ নির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার (৫ নভেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন।

গত ১০ অক্টোবর প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব চতুর্দশ সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন, যা ইয়াং দি-পার্টুয়ান আগোং আল-সুলতান আব্দুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সম্মতি পাওয়ার পরপরই সাধারণ নির্বাচনের কার্যকর হয়।

শনিবার সারাদেশে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে ইসির চেয়ারম্যান আবদুল গনি সালেহ বলেন, এর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আর এই বাতিল হওয়া মনোনয়নপত্রের বিষয়ে ইসি বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন