![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F11%2F05%2Fsazzad_SAZ6245-66495adc89a729530dcd5ec1a1e411e7.jpg%3Fjadewits_media_id%3D821952)
ব্যবসা নিয়ে শঙ্কায় শীতবস্ত্রের পাইকারি ব্যবসায়ীরা
সকালে হালকা কুয়াশা আর শেষ রাতে হালকা ঠান্ডা মনে করিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। চলতি অক্টোবর থেকে রাজধানীর পাইকারি ব্যবসায়ীরা শীতবস্ত্র দিয়ে দোকান ও গুদামঘর ভর্তি করেছেন। তবে এখনও শীত না আসা, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতাসহ নানামুখী আশঙ্কায় এ বছর ব্যবসা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা।
সরেজমিনে রাজধানীর বঙ্গবাজার, সিটি প্লাজা, জাকির প্লাজা, নগর প্লাজা, ঢাকা ট্রেড সেন্টার, গুলশান ট্রেড সেন্টারে শীতবস্ত্রের পাইকারি দোকানগুলোয় দেখা যায়, লট লট কাপড় নিয়ে দোকান ভর্তি করলেও ক্রেতাদের তেমন আনাগোনা নেই। ক্রেতার অপেক্ষায় অনেকটা অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। তারা প্রহর গুনছেন শীতের প্রকোপ বাড়ার।