কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চাহিদা বেড়েছে গরম কাপড়ের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ১৯:১১

হঠাৎ করেই ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানে দেশে। শুরু হয় নিম্নচাপ। এর পরপরই শীতের আভাস দেখা দেয়। দেশের বিভিন্ন স্থানে শীতের আবহ শুরু হয়েছে। কুয়াশা পড়ছে রাজধানীর আশপাশসহ সব খানেই। এদিকে শীত শুরু হতে না হতেই বাজারে কম্বল, কার্পেটসহ বিভিন্ন ধরনের গরম কাপড় উঠতে শুরু করেছে। বাজারে এসেছে রং-বেরঙের বাহারি কার্পেট ও পাপোশও। ফুটপাতে শোভা পাচ্ছে ফুলহাতা গেঞ্জি, শীতের মোটা কাপড়, ফুলহাতা শার্ট ও ট্রাউজার।


বড়দের পাশাপাশি শিশুদের জন্যও উঠেছে পোশাক। ঢাকার খুচরা বাজারেও উঠেছে গরম কাপড়। তবে খুচরায় বিক্রি তেমন না হলেও জমজমাট পাইকারি বাজার। দেশের বিভিন্ন জেলা থেকে ছোট-বড় ব্যবসায়ীরা গরম কাপড় কিনে নিয়ে যেতে প্রতিদিন রাজধানীর বিপণি-বিতান ও পাইকারি বাজারে ভিড় করছেন। চাহিদাপত্র বা বুকিংয়ের মাধ্যমে কেউ কেউ কুরিয়ারে পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। বিক্রেতারা বলছেন, রাজধানীতে শীতের কাপড়ের বেচাবিক্রি জমতে আরও সময় লাগবে। দেশের অন্য জেলায় শীত শুরু হওয়ায় পাইকারি থেকে খুচরা বিক্রেতারা গরম কাপড় সংগ্রহ করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও