যেসব পরিষ্কারক একসঙ্গে অবশ্যই মেশানো যাবে না

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ১৮:১২

ঘর কিংবা শৌচাগার পরিষ্কার করতে এক পণ্যের সঙ্গে অন্য পণ্য মেশানোতে বিপদও হতে পারে।


আর এই অনলাইনের যুগে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পরিষ্কারক ব্যবহারের নানান পন্থা দেওয়া থাকে। যা বেশিরভাগ ক্ষেত্রেই পেশাদার লোকদের নয়। তাই পরিস্কারক হিসেবে একাধিক পণ্যের ব্যবহার কতটা কার্যকর বা নিরাপদ তা ভেবে দেখার প্রয়োজন রয়েছে। 


যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ক্যাপিটাল পয়জন সেন্টার’য়ের অন্তর্বতী নির্বাহি পরিচালক, মেডিকেল টক্সিকোলজিন্সট, সহকারী মেডিকেল পরিচালক কেলি কৃষ্ণা জনসন আর্বর রিয়েলসিম্পলডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “নির্দিষ্ট কিছু পরিষ্কারকের রাসায়নিক উপাদান একসঙ্গে মিশ্রিত হলে তা খুব বিষাক্ত হতে পারে। আর সাধারণভাবে এগুলো কখনও মেশানো ঠিক নয়। এতে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে যা শ্বাস-প্রশ্বাসের ওপর ঝুঁকি সৃষ্টি করে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও