
দীর্ঘস্থায়ী সংকট মোকাবিলার প্রস্তুতি জরুরি
রাজধানীতে গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : পথের শেষ কোথায়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ অসম যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন। তারা বলেছেন, দুটি দেশ প্রথাগত যুদ্ধে জড়িয়ে পড়েছে আর এর ভয়াবহ পরিণতি ভোগ করছে পুরো বিশ্ব। এ যুদ্ধ সহসাই থামবে বলে মনে হয় না। বক্তারা নিজস্ব উদ্যোগে অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত হওয়ার জন্য পরামর্শ দেন। আলোচনা সভায় বক্তারা যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরামর্শ দিয়েছেন, তা নানা কারণেই অত্যন্ত যৌক্তিক।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে কতটা ভোগাবে, তা নিয়ে আলোচনার অবকাশ রয়েছে। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তাদের জেনারেলরা এক ধরনের বিভ্রান্তির মধ্যে ছিলেন। তারা মনে করেছিলেন, এ যুদ্ধ হবে ক্ষণস্থায়ী। কারণ রুশ বাহিনীর সামনে ইউক্রেন বাহিনী দাঁড়াতেই পারবে না। আর ইউক্রেন কর্তৃপক্ষ মনে করেছিল, যুদ্ধে তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী সরাসরি অংশগ্রহণ করবে।