রাশিয়া ও তালেবানের মধ্যে যে কারণে মরিয়া সম্পর্ক
গত সেপ্টেম্বর মাসে রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের তালেবানের আংশিক বাণিজ্য চুক্তি হয়েছে। তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এটিই প্রথম উল্লেখযোগ্য আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তি। যৌথ ঘোষণাকালে জানানো হয়, রাশিয়া আফগানিস্তানকে গ্যাস, তেল ও গম দেবে। কিন্তু কোনটি কত দামে বিক্রি হবে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে জানানো হয়নি। এ ছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে কীভাবে তেল, গ্যাস ও গম সরবরাহ করা হবে, কীভাবেই–বা লেনদেন হবে, সে সম্পর্কেও স্পষ্ট কিছু বলা হয়নি।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তালেবান যখন কার্যকর বাণিজ্য সম্পর্ক স্থাপনে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে এবং রাশিয়া প্রাচ্যের দেশগুলোয় তাদের তেল-গ্যাস বিক্রির চেষ্টা করে যাচ্ছে, এ প্রেক্ষাপটেই তালেবানের সঙ্গে এ বাণিজ্যচুক্তি হয়েছে। রাশিয়া ও আফগানিস্তানের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব হয়তো খুব নগণ্য। কিন্তু রাশিয়া ও তালেবান দুই পক্ষের জন্যই আরও বেশি দ্বিপক্ষীয় চুক্তি ও সংযুক্তি এখন কূটনৈতিক সম্পদ। এর মধ্য দিয়ে মস্কো ও কাবুল আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে পারছে যে তারা একঘরে নয়।