কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুদ্ধ বন্ধে চীনকে রাশিয়ার ওপর চাপ দেওয়ার আহ্বান জার্মানির

বিডি নিউজ ২৪ জার্মানি প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ১৫:৩১

ইউক্রেইনে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দিতে চীনকে আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস।


শুক্রবার একদিনের চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।


ইউক্রেইন যুদ্ধে রাশিয়া পারমাণবিক হামলার যে হুমকি সৃষ্টি করেছে ‘তা কাণ্ডজ্ঞানহীন এবং অত্যন্ত বিপজ্জনক’- এ ব্যাপারে চীন ও জার্মানি একমত হয়েছে বলেও জানিয়েছেন শলৎস।


পারমাণবিক অস্ত্রের ঝুঁকি সৃষ্টি করে রাশিয়া সীমা অতিক্রম করছে উল্লেখ করে শলৎস রাশিয়ার ওপর চীনকে প্রভাব খাটানোর আহ্বান জানান এবং বলেন, ইউক্রেইন যুদ্ধ বন্ধে চীনের দায়িত্ব রয়েছে।


জবাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেইন এবং রাশিয়াকে আবারও আলোচনায় বসার আহ্বান জানান এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করেন।


তবে রাশিয়ার ইউক্রেইন আগ্রাসনের নিন্দা জানাতে অসম্মতি জানিয়েছেন শি। তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়ের উচিৎ শান্তিপূর্ণভাবে এই সংকট সমাধানে সহায়তা করা এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার বা ব্যবহারের হুমকির বিরোধিতা করা।


শি চীনের একচ্ছত্র নেতা হিসেবে নিজের অবস্থান শক্ত করার পর বেইজিংয়ে জার্মান চ্যান্সেলরের এই সফর সমালোচনার জন্ম দিয়েছে। জার্মানিতে দেখা দিয়েছে উদ্বেগ। শলৎসের মাত্র ১১ ঘণ্টার এই চীন সফর নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও