পানিতে তলিয়ে যাওয়া দু’জনের খোঁজ ২৪ ঘণ্টায়ও মেলেনি

বার্তা২৪ কাপ্তাই হ্রদ, বরকল, রাঙ্গামাটি প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ১৫:১১

রাঙামাটির কাপ্তাই হ্রদে বালুভর্তি ইঞ্জিনবোটের সাথে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পানির নীচে তলিয়ে যাওয়া দু’জনের খোঁজ ২৪ ঘণ্টায়ও মেলেনি।


শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। লংগদুর কাট্টলী বিলের গাছকাটা ছড়া এলাকায় শত মানুষের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় জেলেরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। এই দুর্ঘটনায় পতিত স্পিডবোটটিতে যাত্রী পরিবহনের সময় যাত্রীদের কোনো প্রকার লাইফ জ্যাকেট পরিধান করানো হয়নি বলে জানা গেছে।


শুক্রবার বিকেল তিন টার সময় রাঙামাটির কাপ্তাই হ্রদে বালুভর্তি ইঞ্জিনবোটের সাথে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় লিটন চাকমা ও এলিনা চাকমা নামের দুই যাত্রী কাপ্তাই হ্রদের পানির নীচে তলিয়ে যায়। এসময় উক্ত স্পিডবোটে থাকা আরো ৭জন যাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। নিহতদের মধ্যে লিটন চাকমা পেশায় শিক্ষক ও এলিনা চাকমা শিজক কলেজের উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও