কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তান যেতে ভয় পাচ্ছেন মার্ক উড

গত মাসে পাকিস্তান সফরে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও পাকিস্তান সফরে যাবেন বেন স্টোকসরা। এবার খেলবেন ৩টি টেস্ট। তবে অক্টোবরে খেলে এলেও এবার পাকিস্তান সফরে যেতে ভয় পাচ্ছেন মার্ক উড। ৩২ বছর বয়সী এই পেসার পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন।

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন উঠেছে ইমরান খানের ওপর হামলার কারণে। সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বৃহস্পতিবার রাজনৈতিক কর্মসূচিতে হত্যাচেষ্টার শিকার হন। হামলায় তাঁর ডান পায়ে গুলি লাগে। এ ঘটনায় পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে।

আগামী ২৬ নভেম্বর পাকিস্তানে যাবে ইংল্যান্ডের টেস্ট দল। সেই দলে আছেন উডও। এ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকলেও ইমরানের ওপর হামলার ঘটনা পাকিস্তান নিয়ে ভাবিয়ে তুলেছে তাঁকে, ‘প্রথম কথা হচ্ছে তিনি একজন সাবেক ক্রিকেটার। সুতরাং আমাদের কাছেরই একজন। তাঁর ওপর হামলার ঘটনাটি শুনে আমাদের গোটা দলই ব্যথিত হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন