রপ্তানিতে নতুন আশা চামড়াবিহীন জুতা

প্রথম আলো প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ১৩:৪৬

পায়ের সুরক্ষা কিংবা ফ্যাশনে একসময় চামড়ার জুতার বিকল্পের চিন্তা ছিল অকল্পনীয়। তবে কালের বিবর্তনে সিনথেটিক, রাবার, প্লাস্টিক, কাপড়সহ বিভিন্ন ধরনের উপকরণে তৈরি জুতা জনপ্রিয় হয়ে উঠেছে। চামড়ার তুলনায় দামে সস্তা, টেকসই ও ফ্যাশনেবল হওয়ায় বিশ্বব্যাপী এ ধরনের জুতার বাজার বড় হচ্ছে। 


উন্নতমানের চামড়ার বড় ভান্ডার থাকায় বাংলাদেশ থেকে চামড়ার জুতার রপ্তানি এখনো বেশি। তবে চামড়াবিহীন জুতার রপ্তানি প্রতিবছরই বাড়ছে। পাঁচ বছর আগে ২০১৭-১৮ অর্থবছরে এ ধরনের জুতার রপ্তানি ছিল ২৪ দশমিক ৪০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ আর গত অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪৪ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এটা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।


দেশে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ কমছে। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস প্রবাসী আয়ের পাশাপাশি বেশির ভাগ পণ্যের রপ্তানিও নিম্নমুখী। গত অর্থবছর ১০০ কোটি ডলার রপ্তানি করে চমক দেখায় কৃষি প্রক্রিয়াজাত পণ্য। চলতি অর্থবছরের প্রথম চার মাসে সেটিও কমেছে। তবে চামড়াবিহীন জুতার রপ্তানি ইতিবাচক ধারায় আছে। জুলাই-অক্টোবর সময়ে পণ্যটির রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও