বলিরেখা দূর করতে কীভাবে ব্যবহার করবেন তেল?
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ১২:০২
আজকাল বিভিন্ন কারণে অল্প বয়সেই ত্বকে পড়ে যায় বয়সের ছাপ। পর্যাপ্ত ঘুম ও সঠিক খাদ্যাভ্যাস নিশ্চিত করার পাশাপাশি ত্বকের যত্নে নিয়মিত ম্যাসাজ করতে পারেন নারিকেল তেল। এতে ত্বক থাকবে মসৃণ, কোমল ও বলিরেখাহীন। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে নারিকেল তেল ব্যবহার করবেন।
- রাতে ঘুমানোর আগে পরিষ্কার ও শুকনা ত্বকে ম্যাসাজ করুন নারিকেলের তেল। ধীরে ধীরে চক্রাকারে ম্যাসাজ করবেন। পরদিন সকালে ধুয়ে ফেলুন মাইল্ড ফেসওয়াশ দিয়ে।
- সমপরিমাণ আপেল সাইডার ভিনেগার ও নারিকেল তেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এটিও সারারত রেখে পরদিন ধুয়ে ফেলুন।
- বলিরেখামুক্ত ত্বক পেতে চাইলে নারিকেলের তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ম্যাসাজ করুন ত্বকে। ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
- নারিকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে ত্বকে লাগান ঘষে ঘষে। প্রতিদিন রাতে এভাবে ম্যাসাজ করলে ত্বক হবে টানটান।
- ১ টেবিল চামচ নারিকেলের তেলের সঙ্গে আধা টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
- ট্যাগ:
- লাইফ
- তেলের ব্যবহার
- বলিরেখা দূর