নাসার ক্যামেরায় তোলা ছবি, যেন সূর্য হাসছে

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ০৮:৪১

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসা সম্প্রতি সূর্যের একটি ছবি প্রকাশ করেছে। ছবিটি প্রথম দেখায় মনে হতে পারে, সূর্য যেন হাসছে। টুইটারে প্রকাশিত ছবিতে প্রফুল্ল দেখালেও বাস্তবে কিন্তু সূর্য অতটা প্রফুল্ল নয়। এর বুকজুড়ে শুধুই জ্বলে চলেছে গ্যাসের আগুন।


স্থানীয় সময় গত ২৬ অক্টোবর নাসার সোলার ডায়নামিক অবজারভেটরিতে সূর্যের ‘হাসিমাখা’ এই ছবিটি ধরা পড়ে। ছবিতে সূর্যের অতিবেগুনি রশ্মির ফাঁকে তিনটি কালো দাগ ধরা পড়ে। এর ফলে সূর্যের আবহমণ্ডলে সৃষ্ট কাঠামো দেখে মনে হয় অতি বিশাল অগ্নিগোলকটি যেন হাসছে। অতিবেগুনি রশ্মির ফাঁকে কালো দাগের কারণে এমন ভ্রম সৃষ্টি হয়।


গত মঙ্গলবার ছিল আংশিক সূর্যগ্রহণ। এর কয়েক ঘণ্টা পর থেকেই সূর্যের এই পরিবর্তন দেখা যায়। তবে দুই ঘটনাকে এক করে দেখার কোনো কারণ নেই বলেই মত দিয়েছে নাসা।


সূর্যের এই হাসিমাখা ছবির ব্যাখ্যাও দিয়েছে নাসা। সংস্থাটির ভাষ্য, এই কালো দাগকে বলা হয় ‘করোনাল হোল’। প্রবল গতিবেগসম্পন্ন সৌরবায়ু যখন ছিটকে বের হয়, মহাকাশে তখনই এই ধরনের কালো দাগ তৈরি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও