সৌভাগ্যময় জীবন লাভের উপায়
সৌভাগ্য কী? এর উত্তরে কেউ মনে করেন, সম্পদ সঞ্চয় ও প্রবৃদ্ধি। আবার কেউ ভাবেন, শারীরিক সুস্থতা ও বাসস্থানের নিরাপত্তা। কারও মতে, হালাল জীবিকা ও উপকারী জ্ঞান। কেউ কেউ মনে করেন, সৌভাগ্য মানে- প্রকৃত ইমান, সৎকাজ ও এগুলোর ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা। উপরোক্ত অর্থসমূহ সৌভাগ্যের তাৎপর্যের অন্তর্ভুক্ত হতে বাধা নেই, যতক্ষণ তা শরিয়তের নিয়মনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। ইসলামি স্কলারদের মতে, সৌভাগ্য দুই প্রকার- ১. ইহকালীন সৌভাগ্য, যা সাময়িক, সংক্ষিপ্ত জীবনের সঙ্গে সীমাবদ্ধ ও পরিবর্তনশীল। ২. পরকালীন সৌভাগ্য, যা দীর্ঘস্থায়ী ও অসীম।
তবে উভয় প্রকার সৌভাগ্য একটা অপরটার সঙ্গে সম্পৃক্ত। আখেরাতের সৌভাগ্যের সঙ্গে দুনিয়ার সৌভাগ্য জড়িত। আর দুনিয়া ও আখেরাতে পরিপূর্ণ সৌভাগ্যময় জীবন বলতে শুধু ওই জীবনকেই বুঝায়, যা আল্লাহ মুত্তাকি মুমিনদের জন্য মনোনীত করেছেন। ইরশাদ হয়েছে, ‘মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকাজ করবে, তাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব।’ -সুরা আন নাহল: ৯৭
- ট্যাগ:
- মতামত
- সৌভাগ্যক্রমে রক্ষা
- সৌভাগ্যবান