![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-11%2F6635b914-caa2-4b30-9785-448fed1c8f21%2Ftipu_munshi_031122.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
চিনির মজুদ আছে, তবে গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত: টিপু মুনশি
চিনির যে মজুদ আছে, তা দিয়ে আগামী জানুয়ারি পর্যন্ত চলবে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গ্যাসের অভাবে এখন উৎপদন ব্যাহত হলেও সেই সমস্যা অচিরেই কেটে যাবে বলে আশাবাদী তিনি।
দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সামনে আসেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, “চিনি নিয়ে নেতিবাচক প্রভাব দেখছি না, চিনিটা এভেইলাবল। জানুয়ারি পর্যন্ত কোনো সমস্যা নেই।
“গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে৷ যে সমস্যা পেয়েছি, সেটি হলো গ্যাসের সাপ্লাই অপ্রতুলতার কারণে ৬৬ শতাংশের বেশি চিনি উৎপাদন করতে পারছে না মিলগুলো।”
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৩ মাস আগে