কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌদিতে ‘হামলা পরিকল্পনার’ খবরকে ভুয়া বলল ইরান

ঢাকা পোষ্ট সৌদি আরব প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ১৫:৪৩

সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইরান হামলার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটিকে ভিত্তিহীন বলে দাবি করেছে তেহরান।


ওয়াল স্ট্রিটের প্রতিবেদনের ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ‘এটি ভিত্তিহীন অভিযোগে ভরপুর।’


প্রকাশিত প্রতিবেদনটিতে ওয়াল স্ট্রিট দাবি করেছে, সৌদি আরবের গোয়েন্দারা ইরানের হামলার পরিকল্পনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের অবহিত করেছেন।


হামলার পরিকল্পনার দাবিটি পুরোপুরি অস্বীকার করে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, এ রকম ভুয়া খবর কিছু পশ্চিমা ও ইহুদিবাদীরা তৈরি করেছে। তারা ইরানের বিরুদ্ধে বিরূপ চিত্র তৈরি করতে চায় এবং বর্তমান বিশ্বের সঙ্গে ইরানের যে ভালো সম্পর্ক রয়েছে, সেটি তারা ধ্বংস করে দিতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও