বিশ্বনাথের মেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর
সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ৫ হাজার ২১১ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
এর আগে ১৯৮৫ সালে ও ২০০৯ সালে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন মুহিব।
বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে তিনি জগ প্রতীকে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট।
নির্বাচনে ৩ হাজার ৭০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) মুমিন খান মুন্না এবং ৩ হাজার ১৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি জালাল উদ্দিন।