ওটিটির উত্থান নিয়ে যা ভাবছে টিভিগুলো

প্রথম আলো প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ০৯:৪৫

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়েব সিরিজ দেশের পাশাপাশি ভারতেও সাড়া ফেলেছে। ইউটিউবে এসব কনটেন্টের ট্রেলারের নিচে অনেক দর্শক মন্তব্য করেছেন, দেশের টিভি চ্যানেলগুলো তাঁদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারছিল না, ওয়েবের কনটেন্টে তাঁরা টিভির চেয়ে অনেক বেশি বৈচিত্র্য পেয়েছেন। তবে টিভি কর্তৃপক্ষগুলো বলছে, ওটিটির সঙ্গে তাদের মেলালে হবে না। তারা নিজেদের মতো করে দর্শকচাহিদা পূরণের চেষ্টা করে যাচ্ছে।


গত ২ মাসে ২টি ওটিটি প্ল্যাটফর্ম ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ৬০টি নতুন কনটেন্টের ঘোষণা দিয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ১০টি নতুন কনটেন্ট নিয়ে আসার কথা জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। এর কয়েক দিন পরেই পশ্চিমবঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের নতুন সিজনে ২৫টি কনটেন্টের প্রচারের ঘোষণা দেয়। এর মধ্যে আছে বেশ কয়েকটি বাংলাদেশি ওয়েব সিরিজও। যার একটি অমিতাভ রেজা চৌধুরীর ‘বোধ’ মুক্তি পাবে আগামীকাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও