ডাক বিভাগকে সাড়ে ৪ কোটি টাকার রাজস্ব দিল নগদ
বণিক বার্তা
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ০১:২২
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ প্রতি বছরের মতো এবারো রাজস্ব ভাগাভাগি করেছে। ২০২১-২২ অর্থবছরের আয় থেকে ৪ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকার রাজস্ব ডাক বিভাগকে বুঝিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল আগারগাঁওয়ে ডাক ভবনে এক অনুষ্ঠানে নগদ কর্তৃপক্ষ ডাক বিভাগের প্রাপ্য অংশের চেক হস্তান্তর করে। অনুষ্ঠানে নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলমের হাত থেকে চেকটি গ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ, নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকসহ অন্যরা উপস্থিত ছিলেন। নগদ ও ডাক বিভাগের চুক্তি অনুযায়ী, নগদের সেবা থেকে মোট আয়ের ৫১ শতাংশ রাজস্ব পাবে ডাক বিভাগ। আর বাকি ৪৯ শতাংশ রাজস্ব পাবে প্রতিষ্ঠানটি।