![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F11%2F02%2F-fe591303011d1c1f6c5e8d9aa207d4cf.png%3Fjadewits_media_id%3D821373)
নারায়ণগঞ্জ, কলকাতা, ঢাকা হয়ে ‘খেলা’ এখন সংসদে
মাঠ থেকে নারায়ণগঞ্জ, কলকাতা ও ঢাকা হয়ে ‘খেলা’ এখন সংসদে। বুধবার (২ নভেম্বর) অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও সড়ক পরিবহনমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘খেলা’ নিয়ে এলেন জাতীয় সংসদে। বিএনপির হারুন ‘খেলা’ বন্ধের দাবি তুললে ওবায়দুল কাদের ‘খেলা’ চালু রাখার কথা বলেন। বিএনপির শাসনামলে জিরো উন্নতি এবং তাদের অগ্নিসন্ত্রাস ও খুনের বিরুদ্ধে ‘খেলা’ হবে বলে উল্লেখ করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
বুধবার সংসদে বৈঠকের শেষ পর্যায়ে হারুনুর রশীদকে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর দেন স্পিকার। এ সময় তিনি ‘জন অসন্তোষ’ ও জনদুর্ভোগের কথা উল্লেখ করেন। সরকারের সমালোচনা করেন। সরকারের ‘খেলা’কে জনদুর্ভোগের সঙ্গে তুলনা করে তিনি ‘খেলা’ বন্ধের দাবি করেন। জবাবে কাদের ‘খেলা’ অব্যাহত থাকবে বলে কড়া জবাব দেন।
হারুন তার বক্তব্যে জনদুর্ভোগ থেকে জন-অসন্তোষ তৈরি হচ্ছে বলে অভিযোগ করে বলেন, ‘দেশ এখন জনদুর্ভোগের দেশে পরিণত হয়েছে। এই জন-অসন্তোষকে লাঘব করতে সরকারের কোনও পদক্ষেপ আছে বলে মনে হয় না।’