নিলামে উঠছে মার্কিন সংবিধানের প্রথম ছাপা সংস্করণের দুর্লভ কপি

www.tbsnews.net প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ১৮:০৩

যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম প্রিন্টেড সংস্করণের মাত্র দুটি কপি এখনও ব্যক্তিগত সংগ্রহে টিকে আছে। তার একটি কপি গত বছর রেকর্ড ৪৩.২ বিলিয়ন ডলার মূল্যে বিক্রি হয়েছে। দ্বিতীয় কপিটি আগামী মাসে নিলামে উঠছে। খবর এনপিআর-এর।


দীর্ঘদিন দুর্লভ এই কপিটির মালিক ছিলেন অ্যাড্রিয়ান ভ্যান সিন্ডেরেন। ১৮৯৪ সালের পর এই প্রথম আগামী ডিসেম্বরে মার্কিন সংবিধানের এই কপিটি নিলামে তুলবে সদেবিজ।


সদেবিজ আশা করছে, মার্কিন সংবিধানের প্রথম ছাপা সংস্করণের এই কপিটি অন্তত ২০ মিলিয়ন থেকে ৩০ মিলিয়ন ডলার দামে বিক্রি হবে। এত দামে এর আগে কোনো দলিল বা বইপত্র বিক্রি হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও