![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2016%252F06%252F13%252Fb7948f243709167c3874cc2ea7caf1c6-cyber---REUTERS.jpg%3Frect%3D0%252C0%252C644%252C362%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
টুইটার অ্যাকাউন্ট যাচাইয়ের প্রলোভনে ভুয়া ই–মেইল পাঠাচ্ছে সাইবার অপরাধীরা
প্রথম আলো
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ১৭:৩১
গত বৃহস্পতিবার খুদে ব্লগ লেখার সাইট টুইটারের মালিকানা নিজের করে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মালিকানা গ্রহণের পরপরই শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করে নিজেই হয়েছেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার পর ভেরিফায়েড অ্যাকাউন্ট ব্যবহারের জন্য প্রতি মাসে আট ডলার খরচ করতে হবে বলে জানিয়েছে টুইটার। তবে কবে নাগাদ এ কার্যক্রম শুরু হবে বা কীভাবে অর্থ পরিশোধ করতে হবে, সে বিষয়ে কোনো তথ্য না জানানোয় বিষয়টি নিয়ে নানা ধরনের জল্পনা চলছে ব্যবহারকারীদের মধ্যে। ব্যবহারকারীদের আগ্রহ বিবেচনা করে ভুয়া ই–মেইল পাঠিয়ে টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি করছে সাইবার অপরাধীরা।