কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আকাশ পর্যবেক্ষণ শিক্ষাব্যবস্থায় যুক্ত হোক

www.ajkerpatrika.com আসিফ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ১৬:০২

কোনো নক্ষত্র ঠিক সূর্য ওঠার আগে এবং অস্ত যাওয়ার পরে ওঠে। ঋতুর সঙ্গে সময় ও অবস্থানে সেগুলোর কী ধরনের পরিবর্তন ঘটে।আমরা যদি নক্ষত্রগুলোকে সতর্কভাবে নিয়মিত পর্যবেক্ষণ ও নথিভুক্ত করি, তাহলে আমরাও ঋতুগুলোর ভবিষ্যদ্বাণী করতে পারব।


প্রতিদিন সূর্য দিগন্তের ওপরে কোথায় ওঠে নজর রাখার মাধ্যমে বছরের প্রতিটি ক্ষণকেও পরিমাপ আমরা করতে পারব। আকাশ আসলে বিশাল একটা পঞ্জিকা; ধৈর্য, সামর্থ্য ও নথিভুক্ত তথ্য রক্ষার ক্ষমতাসম্পন্ন যে কারোর কাছেই তা সহজলভ্য এবং পঠনযোগ্য হতে পারে।


প্রাচীনকালে আকাশের পঞ্জিকাকে সঠিকভাবে পড়ার সামর্থ্যেই নিহিত ছিল জীবন ও মৃত্যুর বিষয়টি। নতুন চাঁদের পর অর্ধচন্দ্রের পুনঃ উদয়; পূর্ণগ্রহণের পর সূর্যের আবার ফিরে আসা; রাতে এর ঝঞ্ঝাপূর্ণ অনুপস্থিতির পর সকালে এর উদয় পৃথিবীময় মানুষ লক্ষ করল: এই প্রতিভাস আমাদের পূর্বপুরুষদের কাছে মৃত্যুকে অতিক্রমের সম্ভাবনার কথা বলেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও