You have reached your daily news limit

Please log in to continue


টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির

দরকার আর মাত্র ১৬ রান! তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন বিরাট কোহলি। ৩.২ ওভারে রোহিত শর্মা আউট হওয়ার পর উইকেটে আসেন কোহলি। পরের ওভারে তাসকিন আহমেদের করা প্রথম বলেই কাভারে ক্যাচ দেওয়া থেকে একটুর জন্য বেঁচে যান। গ্যাপ দিয়ে চার হয় সেটি। পরের বলেই স্লিপে ক্যাচ উঠেছিল। দুর্ভাগ্য, বল বেশি ওপরে ওঠায় ইয়াসির আলী লাফ দিয়েও ধরতে পারেননি। এরপর অবশ্য উইকেটে ‘সেট’ হতে কোহলির আর সমস্যা হয়নি।

তাসকিনের করা সপ্তম ওভারের পঞ্চম বলে রেকর্ডটি গড়ে ফেলেন কোহলি। ব্যাক অব দ্য লেংথের বলটি মিড উইকেটে ঠেলে একটি রান নিয়ে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান। কোহলি টপকে গেলেন শ্রীলঙ্কার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচ খেলে ১০১৬ রান করেছিলেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। কোহলি এই টুর্নামেন্টে আজ তাঁর ২৫তম ম্যাচেই জয়াবর্ধনেকে টপকে শীর্ষে উঠলেন। ইনিংসের হিসেবেও জয়াবর্ধনের চেয়ে এগিয়ে কোহলি। জয়াবর্ধনের লেগেছে ৩১ ইনিংস, কোহলি আজ নিজের ২৩তম ইনিংসেই পেছনে ফেললেন তাঁকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন