চুল রং করতে ঘরোয়া পন্থা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ১৪:১৯
চুলের জন্য নিরাপদ প্রাকৃতিক রং আর উপকারীও বটে।
কৃত্রিম রংয়ে রয়েছে সালফেট, প্যারাবেন এবং ফ্যাথালেটস। যা পরে চুল সাদা করে ফেলার জন্য দায়ী। এক্ষেত্রে প্রাকৃতিক রং ব্যবহার চুলের জন্য উপকারী।
এই বিষয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্রসাধানী প্রতিষ্ঠান ভারতের ‘সুরিয়া ব্রাসিল’য়ের প্রতিষ্ঠাতা ক্লেলিয়া সিসিলিয়া অ্যাঞ্জেলন টাইমস অব ইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “চুল মসৃণ ও সুস্থ রাখতে খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন বি-৬ ও বি-১২ আছে এমন খাবার যেমন- আপেল, কলা, ওটস, মাছ ইত্যাদি চুল মসৃণ রাখে।”
সরাসরি মসৃণতার জন্য মাছের তেলের ক্যাপ্সুল খাওয়া যেতে পারে। সূর্যালোক ভিটামিন ডি সরবারহ করে। আর চুলের গোড়ায় মেলানিনের মাত্রা বাড়ায়।
আমলকী, অ্যাভাকাডো, ডার্ক চকলেট ও ব্রকলি মেলানিনের উৎপাদন বাড়ায় এবং অকালে চুল পাকা নিয়ন্ত্রণ করে।