শিশুর ত্বক ও ঠোঁট ফাটা সমস্যা দূর করতে যা করণীয়
গ্রীষ্ম হোক বা শীত যেই সময়ই হোক না কেন অনেক শিশু আছে যাদের ত্বক অত্যন্ত শুষ্ক । নিয়মিত বেবি ক্রিম মাখার পরেও শিশুর ত্বকের শুষ্কতা রোধ করা যায় না । শুষ্ক ত্বক কোনও গুরুতর সমস্যা নয়, তবে এর কারণে শিশুদের ত্বকের অ্যালার্জিসহ নানা সমস্যা দেখা দিতে পারে ।
শিশুদের ত্বক ভাল রাখতে হলে সবসময় ত্বক পরিষ্কার এবং মশ্চারাইজার মাখতে হবে । ত্বকের আদ্রতার অভাবের ফলে শিশুদের ত্বক শুষ্ক হয়ে যাওয়া,ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া,ঠোঁট ফাটা, ত্বক খসখসে ও চুলকানির মত উপসর্গ দেখা দেয় ।
শিশুদের ত্বক অত্যন্ত নরম হয় এ কারণে সঠিকভাবে যত্ন নিতে হবে । ডিহাইড্রেশনসহ বিভিন্ন কারণের ফলে শিশুদের ত্বক শুষ্ক হতে পারে । তবে কিছু ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন । এজন্য যা করণীয়-
শিশুকে হাইড্রেটেড রাখতে হবে :শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে, শিশুদের হাইড্রেটেড রাখতে হবে । এতে ত্বকে শুষ্কতার সৃষ্টি হবে না। শিশুর বয়স পাঁচ থেকে আট বছর হলে কমপক্ষে ৫ কাপ, নয় থেকে বারো বছর বয়সী শিশুদের ৭ কাপ এবং ১৩বছরের বেশি বয়সী শিশুদের অন্তত ৯ কাপ পানি খেতে হবে।
উষ্ণ পানিতে গোসল করা: শিশুকে গোসল এবং খাওয়ানোর জন্য শুধুমাত্র হালকা গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি ত্বকের আর্দ্রতা বাড়ায়, যা ত্বকের শুষ্কতার সমস্যা দূর করতে পারে ।