You have reached your daily news limit

Please log in to continue


জন্মদিনের রাতে মান্নাতের ব্যালকনিতে শাহরুখ, আপ্লুত ভক্তরা

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন কিং খান খ্যাত এই জনপ্রিয় বলিউড অভিনেতা।

শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে প্রতিবছরই তার বাড়ি মান্নাতের সামনে ভিড় করেন ভক্তরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। জন্মদিনটা কিং খানের সঙ্গেই হইচই করে পালন করেন তার ভক্তরাও। রাত থেকেই মান্নাতের সামনে পড়ে যায় লম্বা ভিড়। এমনকী, সব ঠিকঠাক রাখতে পুলিশ মোতায়েনও করতে হয়। এবারও সেটাই হয়েছিল। মঙ্গলবার রাত থেকেই শাহরুখের-ভক্তরা হাজির হয়েছিলেন তার এই সুদৃশ্য সমুদ্রমুখী বাংলোর বাইরে।

আর বাদশা মাঝরাতে এসে দাড়ালেন ব্যালকনিতে। সঙ্গে ছিল ছোটছেলে আব্রাম। শাহরুখকে উদ্দেশ্য করে হ্যাপি বার্থ ডে গান গায় সকলে মিলে। শুভেচ্ছায় ভরিয়ে দেন তারা নিজেদের প্রিয় তারকাকে। শাহরুখ তাদের সকলের উদ্দেশে এরপর হাত জোড়েন, চুমু ছুঁড়ে দেন, হাত নাড়েনও। আর তারপর আসে সেই হাত ছড়িয়ে শাহরুখ স্পেশাল বিখ্যাত পোজটা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন