পাখি উড়ে সাড়ে ৮ হাজার মাইল দূরে
প্রথম আলো
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ১০:০৩
শীত মৌসুমে পরিযায়ী পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি জমায়। মূলত প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতেই পাখিদের এ যাত্রা। তাই বলে একটি পাখি একটানা উড়ে যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে, এমনটা হয়তো ভাবতে পারবেন না কেউ। সম্প্রতি এমনটাই ঘটেছে। এই যাত্রায় পাখিটি বিরতিহীনভাবে প্রায় সাড়ে আট হাজার মাইল পথ পাড়ি দিয়ে নতুন রেকর্ড গড়েছে।
এবারের গরমের মৌসুমে বার–টেইলড গডউইট পাখিটি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের আলাস্কায় দেখা গিয়েছিল। লম্বা পায়ের এ প্রজাতির পাখি মূলত আলাস্কা ও স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে বেশি দেখা যায়। ওই সময় পাখিটির শরীরে একটি জিপিএস ট্র্যাকিং যন্ত্র ও ছোট আকারের একটি সোলার প্যানেল বসিয়ে দেয় গবেষকদের একটি দল। উদ্দেশ্য ছিল, শীতের শুরুতে পাখিটি কত দূর উড়ে যায়, তা পর্যবেক্ষণ করা।
- ট্যাগ:
- জটিল
- অতিথি পাখি