বাংলাদেশ-ভারতের ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি
বাংলাদেশ-ভারত ম্যাচ শেষেই হয়ত বোঝা যাবে গ্রুপ টু থেকে কোন দুটি দল পাবে সেমিফাইনালের টিকিট। তাই এই ম্যাচ নিয়ে সবার আগ্রহ আকাশচুম্বী। যদিও উত্তেজনা ছড়ানো সেই ম্যাচে অশনিসংকেত জাগাচ্ছে বেরসিক বৃষ্টি। সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগির দৃশ্যও দেখা যেতে পারে!
অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর হালনাগাদ তথ্যমতে, বুধবার অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ এবং ১ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অ্যাডিলেডের পশ্চিম দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
মঙ্গলবারও অ্যাডিলেডের আকাশ মেঘলা ছিল এবং থেমে থেমে বৃষ্টি হয় বলে জানা যায়। তবে একটু আশার কথা হচ্ছে, গত দুদিনের তুলনায় বুধবার বৃষ্টির সম্ভাবনা একটু কমতে পারে।
বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। তখন অস্ট্রেলিয়ার স্থানীয় সময় হবে সন্ধ্যা সাড়ে ৬টা। আর সে সময়ই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আবহাওয়ার পূর্ভাবাস দেয়া অন্যান্য ওয়েবসাইটও একই রকম তথ্য দিচ্ছে। আবহাওয়াবিদদের এই অনুমান সত্যি হলে সুপার টোয়েলভে আজ বাংলাদেশ-ভারত ম্যাচটিও পণ্ড হতে পারে।