![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/11/02/og/092145014854kalerkantho-16-2022-11-01-09.jpg)
ঘোড়ার জুতার দাম ১,২০০ ডলার
কালের কণ্ঠ
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ০৯:২১
চাইলে অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া যাবে ঘোড়ার জন্য জুতা। তবে সে জন্য গুনতে হবে এক হাজার ডলারেরও বেশি। আগ্রহীদের জন্য এই সুবিধা নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের কেন্টাকিভিত্তিক শিল্পী মার্কাস ফ্লয়েড। ঘোড়ার জুতার নমুনা তৈরিতে তিনি হাত দেন সরকারি পর্যটন সংস্থার সঙ্গে জোট বাঁধার অংশ হিসেবে। এ জুতাগুলো মূলত স্নিকার ঘরানার।
জানা যায়, প্রথমে বাজারে প্রচলিত স্নিকার কিনে এনে সেগুলোর নকশা পাল্টে দেওয়া শুরু করেছিলেন ফ্লয়েড। আগে থেকেই তৈরি ঘোড়ার বুটের ছাঁচের ওপর স্নিকারের অংশ কেটে বসিয়ে নতুন করে তৈরি করে জুতা বানাতেন তিনি। এ কাজ করার আগে রীতিমতো প্রশিক্ষণও নিয়েছিলেন। কিভাবে জুতার অংশ খুলে তা আবার নতুনভাবে জোড়া দেওয়া যায়, তা শিখেছিলেন।