কর্ণফুলী ও ফটিকছড়িতে নির্বাচন: আ.লীগ ছাড়া নেই অন্য দলের প্রার্থী

বাংলা ট্রিবিউন নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ০১ নভেম্বর ২০২২, ১৭:৫১

বুধবার (২ নভেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ও ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী থাকলেও অন্য কোনও দলের প্রার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ নেতারা। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনি কর্মকর্তারা।


কর্ণফুলী উপজেলা নির্বাচন
কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন, ভাইস চেয়ারম্যান পদে তিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ফারুক চৌধুরী (নৌকা) ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির আহমদ (চশমা), উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. মহিউদ্দিন মুরাদ (উড়োজাহাজ), মো. আবদুল হালিম (তালা)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও