You have reached your daily news limit

Please log in to continue


জয়াসুরিয়া নয়, সাকিবের কাছে এগিয়ে উইলিয়ামসের রান আউট

ওই ম্যাচের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ দুয়ারে। কিন্তু ঘোর লাগানো ওই মুহূর্তটির রেশ যেন শেষ হওয়ার নয়। সাকিব আল হাসানের ৪ সেকেন্ডের জাদুতে এখনও আচ্ছন্ন অনেকে। গ্যাবায় বাংলাদেশ অধিনায়কের যে থ্রো জিম্বাবুয়েকে জয়ের সম্ভাবনা থেকে ছিটকে দেয় বেশ কিছুটা দূরে। 

বাংলাদেশের প্রতিপক্ষ, ম্যাচের প্রেক্ষাপট কিংবা উপলক্ষ, সবকিছু এক পাশে সরিয়ে যদি স্রেফ ফিল্ডিংয়ের মানটুকু ভাবা হয়, তাহলেও তা অসাধারণ। বিশ্বসেরা ফিল্ডারদেরও গর্ববোধ করার কথা এমন কিছু করতে পারলে। সঙ্গে পরিস্থিতির চাপ, বিশ্বমঞ্চে বাংলাদেশের আরেকটি জয় ও অন্যান্য আরও পারিপার্শ্বিতা মিলিয়ে রান আউটটি হয়ে থাকবে স্মরণীয়। এজন্যই সেই আউটের চর্চা চলছে এখনও। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন