আমন কেনায় দর বাড়িয়েছে সরকার
চলতি আমন মওসুমে ধানের দাম কেজিতে এক টাকা এবং চালের দাম ২ টাকা বাড়িয়ে সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।
এবার সরকারিভাবে সারাদেশের কৃষক ও চালকল মালিকদের কাছ থেকে মোট ৩ লাখ টন ধান ও ৫ লাখ টন সেদ্ধ চাল কেনা হবে।
মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
গত আমন মওসুমে ২৭ টাকা কেজি দরে ধান এবং ৪০ টাকা কেজি দরে চাল সংগ্রহ করেছিল সরকার।