প্রাণীদের কথা শিগগিরই বুঝতে শিখবে মানুষ, কিন্তু এই ক্ষমতা কি প্রকৃতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে?
প্রাণী জগতের পশুপাখি থেকে শুরু করে পোকামাকড় এমনকি জলজ প্রাণীদের সঙ্গেও শিগগিরই মানুষের যোগাযোগ স্থাপিত হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
আর কিছুদিনের মধ্যেই মানুষ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) সাহায্যে মৌমাছি, হাতি ও তিমি মাছের কথা বুঝতে পারবে।
তবে নতুন এই বৈপ্লবিক উদ্ভাবন নিয়ে চিন্তিত অনেক বিজ্ঞানী। তারা মনে করছেন প্রাণীদের কথা বুঝতে পারলে মানুষ সেই ক্ষমতার অপব্যবহার করবে। তার ফলে হুমকির মুখে পড়বে বিভিন্ন প্রজাতি।
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার কারেন বেকার ভক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, জার্মানির একদল গবেষক এআই ব্যবহার করে অন্যান্য প্রাণীদের শব্দ সৃষ্টির প্যাটার্নগুলো ধরার চেষ্টা করছেন। যেমন মৌমাছিদের উড়াউড়ি, হাতিদের তৈরি করা নিম্ন ফ্রিকোয়েন্সির শব্দ ইত্যাদি ডিকোড করার চেষ্টা করছেন তারা। এগুলো বুঝতে পারলে মানুষ শুধু তাদের কথাই বুঝতে পারবে না, বরং প্রাণীগুলোকে নিয়ন্ত্রণেও সক্ষম হবে।
- ট্যাগ:
- জটিল
- ক্ষমতা
- প্রকৃতি
- প্রাণী জগত
- প্রাণী জগৎ