![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/11/01/og/154918thumbnail_mymensingh_dakat.jpg)
পেশায় সবাই চালক, সুযোগ পেলে করেন ডাকাতি
ময়মনসিংহের মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতির ঘটনায় পুলিশ আট ডাকাতকে গ্রেপ্তার করেছে। উদ্বার করেছে ২০ লাখ ৩০ হাজার টাকার মালামাল। আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান। গত ২২ অক্টোবর ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন বেলতলী এলাকার মেঘনা গ্রুপের ডিপোতে ডাকাতি হয়।
জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, শ্রমিক বেশে ২৫-৩০ জন ডাকাত বেলতলী এলাকার ডিপোতে প্রবেশ করে। গার্ডদের বেঁধে তেলসহ প্রায় সাড়ে ২৯ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ডাকাতি
- ডাকাতি মামলা