শীতের শুরু থেকেই যত্ন নিন শিশুর

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ০১ নভেম্বর ২০২২, ১৬:০০

শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। গ্রামাঞ্চলে ইতোমধ্যে শীত জেঁকে বসতে শুরু করেছে। আর শীতে আমাদের ত্বক সবচেয়ে বেশি নাজুক হয়ে পড়ে। তাই শিশুসহ সবার জন্য প্রয়োজন ত্বকের ব্যাপারে সচেতন হওয়া। এ সময় শিশুদের বিশেষ পরিচর্যা ও একটু বাড়তি যত্ন নিলে সোনামণিরা ভালো থাকবে।


শীতকালে শিশুরা ত্বকসহ সর্দি, কাশি, গলাব্যথা, জ্বর, নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয়ে পড়ে। শীতের আবহাওয়া শুষ্ক। সঙ্গে ওড়ে ধুলাবালি। ফলে শিশুরা এসব রোগে বেশি আক্রান্ত হয়।


সচেতন হন এখনই : এ সময় শিশুকে ঠাণ্ডা বাতাস ও ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। যেহেতু শীতে এ রোগগুলোর প্রকোপ বেড়ে যায়, তাই যতটা সম্ভব শিশুকে জনসমাগমপূর্ণ জায়গায় কম নিতে হবে। শিশুর গামছা, রুমাল, তোয়ালে প্রভৃতি আলাদা হওয়া ভালো। কেউ আক্রান্ত হলে তার হাঁচি-কাশির সময় শিশুকে দূরে রাখতে হবে। স্কুল বা বাইরে নিয়ে গেলে শিশুর মুখে মাস্ক পরিয়ে দিতে হবে। শিশুর এ ধরনের সমস্যায় আদা, লেবু চা, গরম পানিতে গড়গড়া, মধু, তুলসীপাতার রস খাওয়ালে উপকার পাবেন। তবে সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও