চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ইউরোপা লিগে ভুলতে চান সিমেওনে
এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ইউরোপা লিগে খেলাও এখনও নিশ্চিত হয়নি। ইউরোপীয় প্রতিযোগিতায় খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আতলেতিকো মাদ্রিদ। দলটির কোচ দিয়েগো সিমেওনে বললেন, হতাশা ভুলে ইউরোপা লিগে এগিয়ে যেতে চান তারা।
ইউরোপ সেরার মঞ্চে ‘বি’ গ্রুপে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো। ৪ পয়েন্ট নিয়ে চারে বায়ার লেভারকুজেন।
পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্লাব ব্রুজ এবং দুইয়ে পোর্তোর পয়েন্ট ৯। এই দুই দল আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে।
গ্রুপের শেষ রাউন্ডে মঙ্গলবার আতলেতিকোর প্রতিপক্ষ পোর্তো। অন্য ম্যাচের দিকে না তাকিয়ে ইউরোপা লিগের টিকেট পেতে হলে এই ম্যাচে জিততেই হবে মাদ্রিদের ক্লাবটিকে।
পোর্তোর বিপক্ষে ২-১ গোলে জিতেই আসর শুরুর করেছিল আতলেতিকো। তবে পরের চার ম্যাচে জয়ের দেখা পায়নি। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে হারের পর সবশেষ দুই রাউন্ডে ড্র করে। এতে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় তারা।
২০০৮ সালে ডিসেম্বর থেকে ২০০৯ সালের ডিসেম্বর সময়কালের পর চ্যাম্পিয়ন্স লিগে এবারই দীর্ঘ জয় খরায় আছে আতলেতিকো।