ইউক্রেইনের বিদ্যুৎ গ্রিডে আক্রমণ ড্রোন হামলার জবাব: পুতিন
রাশিয়া ইউক্রেইনের বিভিন্ন অবকাঠামোতে আঘাত হেনেছে এবং কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে শস্য রপ্তানি চুক্তিতে অংশগ্রহণ স্থগিত ঘোষণা করেছে ক্রাইমিয়ায় মস্কোর নৌবহরে ড্রোন হামলার জবাবে, বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কৃষ্ণসাগরীয় নৌবহরে ওই হামলার জন্য ইউক্রেইনকে দায়ী করে সোমবার এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, জাতিসংঘের উদ্যোগে হওয়া চুক্তি অনুযায়ী ইউক্রেইনের শস্যবাহী জাহাজগুলো কৃষ্ণসাগরের যে করিডোর ধরে যাতায়াত করে, কিইভের হামলাকারী ড্রোনগুলো সে পথই ব্যবহার করেছে।
কিইভ ওই হামলার দায় স্বীকার করেনি, শস্য রপ্তানি চুক্তি অনুযায়ী ঘোষিত কৃষ্ণ সাগরের নিরাপত্তা করিডোরকে সামরিক কাজে ব্যবহারের অভিযোগও অস্বীকার করেছে তারা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাতিসংঘ বলেছে, শনিবার রাশিয়া যখন ক্রাইমিয়ায় তাদের নৌযানে হামলার কথা জানায়, তখন কোনো শস্যবাহী জাহাজ কৃষ্ণ সাগরের ওই করিডোর ব্যবহার করেনি।