সহজ উপায়ে চুল সিল্কি করবেন কীভাবে?
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১৯:১১
ধুলাবালি ও অযত্নে চুল হয়ে পড়ে রুক্ষ ও শুষ্ক। শীতে আরও বেশি প্রাণহীন হয়ে পড়ে চুল। জটা ধরা চুলকে বিদায় জানিয়ে নরম, মসৃণ ও সিল্কি চুল পেতে চাইলে শ্যাম্পু ব্যবহারের পাশাপাশি খানিকটা বাড়তি যত্ন চাই। ঘরে তৈরি একটি প্রোটিন মাস্ক ব্যবহারে খুব সহজেই পেতে পারেন সিল্কি চুল। জেনে নিন কীভাবে বানাবেন মাস্ক।
চুলের দৈর্ঘ্য অনুযায়ী একটি বা দুটি ডিম নিন। ডিম ফেটিয়ে ৩ চা চামচ টক দই, ১ টুকরো লেবুর রস ও ২ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। সময় নিয়ে ধীরে ধীরে মেশাবেন সব উপকরণ। এরপর চুল ভাগ করে আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মাস্কটি। ৪০ থেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
জেনে নিন
- মাস্ক ব্যবহারের আগে চুল ভালো করে আঁচড়ে জট ছাড়িয়ে নেবেন।
- তেল লাগানো চুলে এই মাস্ক ব্যবহার করবেন না।
- মাসে একবার ব্যবহার করুন এই প্রোটিন মাস্ক।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- রুক্ষ চুল