দ্রুত চার্জ করুন স্মার্টফোন
স্মার্টফোনে এসেছে এখন ফাস্ট চার্জিং প্রযুক্তি। ফলে অধিকাংশ স্মার্টফোন আগের চেয়ে দ্রুত চার্জিং হয়। তবে অনেক সময় কাঙ্ক্ষিত গতিতে চার্জ হয় না স্মার্টফোন। স্মার্টফোন দ্রুত চার্জ করতে হলে ফোনে সর্বোচ্চ কত গতির ফাস্ট চার্জিং সমর্থন করে, সেটা আগে জানা থাকতে হবে। ফোনটি সব সময় যে গতির চার্জিং সমর্থন করে, তেমন চার্জারে চার্জ করতে হবে। ফোন চার্জিংয়ের সময় ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, হটস্পটের মতো ফিচার যা চার্জ খরচ করে, সেগুলো বন্ধ রাখুন। এই উপায়ে দ্রুত চার্জ করতে পারবেন স্মার্টফোন। চার্জিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ রাখুন।
এই অ্যাপ অনেকটা ব্যাটারি নষ্ট করে। তাই বন্ধ রাখলে দ্রুত চার্জ হবে স্মার্টফোন। আসল কেবলের মাধ্যমে ফোন চার্জ করার চেষ্টা করুন। বাজার থেকে কেনা কম দামের কেবলে চার্জিং গতি অনেকটা কমে যায়। দ্রুত ফোন চার্জিংয়ের জন্য ফ্লাইট মোড চালু করুন। এর ফলে আপনার ফোন অনেকটা দ্রুত চার্জ হবে। চার্জিং সাইকেল প্রতিটি ব্যাটারির একটি নির্দিষ্ট আয়ু থাকে। তাই প্রতিবার চার্জের পর আয়ু কিছুটা কমে যায়। সারারাত ফোন চার্জ করবেন না। এতে ব্যাটারির ক্ষতি হয়। চেষ্টা করুন ৮০ শতাংশ চার্জ হলে চার্জার ডিসকানেক্ট করতে। চার্জিংয়ের সময় ফোন ব্যবহার না করা ভালো। চার্জিংয়ের সময় ফোনে কথা বলা অথবা গেম খেলা এড়িয়ে চলুন। এতে যেমন ফোনের স্বাস্থ্য ভালো থাকবে, অন্যদিকে দ্রুত চার্জ হবে ব্যাটারি। ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জিংয়ে খুব বেশি গতি পাওয়া যায় না। এ কারণে ওয়াল চার্জার ব্যবহার করে ফোন চার্জ করুন।