নাটোরে ছাত্রলীগের বাধার মধ্যে বিএনপির সমাবেশ, মারধরে আহত ১০

প্রথম আলো নাটোর প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১৮:৪৩

নাটোরে ছাত্রলীগের বাধার মধ্যে সমাবেশ করেছে বিএনপি। আজ সোমবার সকাল ১০টায় জেলা সদরের উপশহর মাঠে এ সমাবেশের আয়োজন করে সদর উপজেলা ও পৌর বিএনপি।


দলীয় সূত্রে জানা গেছে, সারা দেশে অসহনীয় লোডশেডিং, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিএনপির কর্মসূচিতে গুলিতে নিহত নেতা-কর্মী হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে সদর উপজেলা ও পৌর বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাবেশে যোগ দিতে আসা বিএনপির নেতা-কর্মীরা ভোর থেকেই দলে দলে উপশহর মাঠে জড়ো হতে থাকেন। এ সময় শহরে মিছিল করে মুসলিম ইনস্টিটিউট ও রেলস্টেশন এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে মুসলিম ইনস্টিটিউটের সামনে তাঁরা বিএনপির অন্তত নয়জন কর্মী ও একজন পথচারীকে বেধড়ক মারধর করেন। তাঁদের মধ্যে তিনজন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি বিএনপি। তবে সমাবেশস্থল শান্তিপূর্ণ ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও