কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার মিসাইল বর্ষণ
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে মিসাইল বর্ষণ করেছে রাশিয়া। রোববার (৩০ অক্টোবর) কৃষ্ণসাগরে রুশ নৌবহরে হামলার জন্য ইউক্রেনকে দায়ী ও শস্যচুক্তি বাতিলের পর সোমবার এ হামলা চালালো রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাশিয়া সরাসরি যুদ্ধক্ষেত্রে না লড়ে, আমাদের অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অবকাঠামোগুলোতে মিসাইল হামলা চালাচ্ছে। তারা আমাদের সেনাবাহিনীর সঙ্গে না যুদ্ধ করে নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।
দিমিত্র কুলেবা বলেন, রাশিয়ার কাছে এখনো অসংখ্য মিসাইল আছে ও তারা ইউক্রেনকে ধ্বংস করতে চায় বলেই এমন হামলা চালাচ্ছে।