You have reached your daily news limit

Please log in to continue


বৈশ্বিক পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তার চ্যালেঞ্জ ও বাস্তবতা

বৈশ্বিক পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তা

পৃথিবীব্যাপী এখন জ্বালানি সংকট প্রকট। তার পাশাপাশি অর্থনৈতিক সংকটও প্রকট আকার ধারণ করেছে। বাংলাদেশও এই সংকটের বাইরে নয়। এই সময়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকে থাকতে অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

বৈশ্বিক পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকে থাকতে আমি মনে করি তিনটা পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। এতে করে তারা নিজেরা যেমন টিকে থাকতে পারবেন তেমনি পরিবারও সচ্ছল রাখতে পারবেন।

করোনায় সময় উদ্যোক্তারা পারিবারিক, আর্থসামাজিক জায়গায় অবদান রেখেছেন, ঠিক তেমনভাবে তারা নিজেদের স্বকীয় পণ্য বা সেবার ব্যবসা ধরে রাখতে পারেন। মানে বাজারে যে পণ্যের চাহিদা আছে এবং অন্যরা তত বেশি বিক্রি করেন না এই ধরনের পণ্য বা সেবার বিষয়ে গুরুত্ব দিতে পারেন।

দ্বিতীয় বিষয় হলো, খরচ কমানো। যে ধরনের পণ্য বা সেবা নিয়ে কাজ করছেন তার প্রচার এবং প্রসারে যত কম ব্যয় করা যায় ততই মঙ্গল।

পণ্য বা সেবার প্রচারে পার্সোনাল ব্র্যান্ডিং খুব ভালো কাজে দেয়। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে পণ্য বা সেবার প্রচার এমনভাবে তুলে ধরতে হবে যাতে তা সবার কাজে লাগে এবং ভোক্তারা তার প্রয়োজনীয়তা অনুভব করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন