কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের সেমিতে যাওয়ার সমীকরণ

বিডি নিউজ ২৪ বিসিবি কার্যালয় প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১৩:৪৬

নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে শুরু। এরপর দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে জোর ধাক্কা আত্মবিশ্বাসে। পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জিতে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই জয়ে অস্ট্রেলিয়া আসর এখন তাদের সফলতম বিশ্বকাপ। হাতছানি বিশ্বকাপে প্রথমবার সেমি-ফাইনালে খেলার। পথ অবশ্য বেশ কঠিন, এর জন্য হারাতে হবে ভারত ও পাকিস্তানকে। 


সুপার টুয়েলভে ‘বি’ গ্রুপের প্রথম তিন রাউন্ড শেষে পাঁচ দলের সামনে সুযোগ আছে শেষ চারে যাওয়ার। টানা তিন হারে নেদারল্যান্ডসের বিদায় নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। 


বাংলাদেশ- পয়েন্ট ৪, রান রেট: -১.৫৩৩, শেষ দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান 


প্রথম তিন ম্যাচের দুটিতে জেতা বাংলাদেশের পয়েন্ট এখন ৪। তারা হারিয়েছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে। তবে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের বড় ব্যবধানে হারায় নেট রান রেট এখনও নাজুক, -১.৫৩৩! তাই ভারতের সমান পয়েন্ট নিয়েও টেবিলে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও