![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252F949e008c-644f-4bc3-bfa6-b531c92ec2f9%252F414062_01_02.jpg%3Frect%3D0%252C0%252C2172%252C1222%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
ভারতের হারের দায় কোহলি-রোহিতকে দিলেন ভুবনেশ্বর
প্রথম আলো
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১১:০৯
ভারত ম্যাচটা আসলে কোথায় হারল?
অনেকের মতে ১৮তম ওভারে। যখন পেসবান্ধব পার্থের উইকেটে বোলিং করতে এলেন রবিচন্দ্রন অশ্বিন, এরপর প্রথম দুই বলেই ছয় হাঁকিয়ে সমীকরণ সহজ করে ফেললেন ডেভিড মিলার। ২ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকা জিতে যায় ৫ উইকেটে। কেউ কেউ আবার ভারতের রানই কম হয়ে গেছে বলে মনে করেন। উইকেট যতই ব্যাটিংয়ের জন্য কঠিন হোক, ১৩৩ রানের পুঁজি টি-টোয়েন্টিতে কমই।
তবে ভারতের পেসার ভুবনেশ্বর কুমার ব্যাটিং বা বোলিংকে দায় দিতে রাজি নন। তাঁর মতে, ভারত হেরেছে আসলে ফিল্ডিংয়ে। আর ফিল্ডিংয়ের ‘খলনায়ক’ এদিন অধিনায়ক রোহিত শর্মা আর বিরাট কোহলি।
- ট্যাগ:
- খেলা
- উইকেট
- পেসার
- বিরাট কোহলি
- রোহিত শর্মা