ভারতের 'ফিনিশার' নিজেই ফিনিশ?

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ১০:০৩

বেশ বিত্ক সৃষ্টি করেই ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন দিনেশ কার্তিক। তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ থাকলেও কার্তিকের ফিনিশিং দক্ষতা আর অভিজ্ঞতার ওপর ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। তবে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি কার্তিক। বরং গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরে যাওয়া ম্যাচে পিঠে চোট পেয়ে তাকে মাঠ ছাড়তে হয়েছে।


ভারতের বোলিং ইনিংসের সময় উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করেছেন ঋষভ পন্থ। যাকে কার্তিকের কারণেই একাদশের বাইরে রাখা হয়েছে। সমর্থকদের প্রশ্ন বাকি ম্যাচগুলিতে কার্তিককে পাওয়া যাবে তো? উত্তর দিন ভুবনেশ্বর কুমার। গতকালের ম্যাচ শেষে ভারতীয় পেসার বলেছেন, 'কার্তিকের পিঠে সমস্যা আছে। ম্যাচের পর আর তার সঙ্গে দেখা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও