কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতিবন্ধকতা কাটাতে আরও কৌশলী বিএনপি

সমকাল প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ০৯:৩০

চলমান বিভাগীয় গণসমাবেশগুলোতে প্রতিবন্ধকতা কাটাতে নানামুখী বিকল্প কৌশল গ্রহণ করছে বিএনপি। এরই মধ্যে বাধাবিঘ্ন ডিঙিয়ে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগীয় গণসমাবেশ 'সফল' করায় চাঙ্গা দলটির নেতাকর্মীরা। আগামী সমাবেশগুলোতে আরও ব্যাপক লোকসমাগম ঘটাতে চায় বিএনপি। ক্ষমতাসীন দলের বাধা উপেক্ষা করে এসব সমাবেশে জনসমাগম অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় আরও আশান্বিত দলটির হাইকমান্ড।


দলীয় সূত্র জানায়, ক্ষমতাসীন দল, প্রশাসন ও গণপরিবহন বাধা মোকাবিলা করতে 'গোপন' কৌশল নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। যদিও গোপনীয়তা রক্ষার স্বার্থে এসব বিষয়ে তাঁরা কথা বলছেন না। সমাবেশে দূর-দূরান্তের জেলা থেকে বেশি নেতাকর্মী আনার চেয়ে সংশ্নিষ্ট বিভাগীয় মহানগরের ও আশপাশের জেলার তৃণমূল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে উপস্থিত করার ওপর বেশি গুরুত্ব দেবে দলটি। একই সঙ্গে গণপরিবহন ধর্মঘটের আগেই বেশিরভাগ নেতাকর্মী ওই সব সমাবেশে উপস্থিত থাকার পাশাপাশি নিজস্ব কিংবা ভাড়ায় ছোট ছোট পরিবহন আগাম ভাড়া করে রাখছেন। অনেকে তিন-চার দিন আগেই আত্মীয়স্বজন, বন্ধুদের বাসাবাড়িতে, মেসে থাকার বন্দোবস্ত করে ছুটে আসছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও