সেপ্টেম্বরে সিঙ্গাপুরের শিল্পোৎপাদন প্রত্যাশার চেয়ে পিছিয়ে

বণিক বার্তা প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ০৮:৫৭

সিঙ্গাপুরের শিল্পোৎপাদন খাতে শ্লথগতি অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরে উৎপাদন প্রত্যাশার চেয়ে পিছিয়ে পড়েছে। বিশেষ করে দেশটির প্রধান ইলেকট্রনিকস খাতের উৎপাদন নিম্নমুখী। এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো এ খাতের উৎপাদন কমেছে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো এবং মন্দার ঝুঁকি নিয়ে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির মধ্যেই উৎপাদন খাতে এমন ধীরগতির তথ্য জানাল এশিয়ার নগর রাষ্ট্রটি। খবর স্ট্রেইটস টাইমস।


সিঙ্গাপুরের ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ডের (ইডিবি) প্রকাশিত তথ্যানুসারে, সেপ্টেম্বরে মোট উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৯ শতাংশ বেড়েছে। তবে বায়োমেডিকেল ম্যানুফ্যাকচারিং বাদে উৎপাদন ২ শতাংশ বেড়েছে। যদিও বিশ্লেষকরা সামগ্রিক উৎপাদন ১ দশমিক ২ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। তবে পরিবহন প্রকৌশল এবং সাধারণ উৎপাদন আগস্টের দশমিক ৫ শতাংশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। দেশটির মোট জিডিপিতে উৎপাদন খাতের অবদান প্রায় ২২ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও